জাতীয়

নগরের ২৫ নং ওয়ার্ড মোল্লার দোকান হতে রাজ্জাক নিবাস পর্যন্ত একমাত্র রাস্তাটি ড্রেন না থাকার কারণে চরম ভোগান্তিতে এলাকাবাসী। 

মোঃ হাইউল উদ্দিন খান 

গাজীপুর সিটি কর্পোরেশনের শহরের প্রাণকেন্দ্র ২৫ নং ওয়ার্ডের মোল্লার দোকান হতে রাজ্জাক নিবাস পর্যন্ত রাস্তা ও ড্রেন গত ১২ বছরেও মেরামত হয়নি। সিটি কর্পোরেশন থেকে  বারবার মেরামতের আশ্বাস দিলেও তা রক্ষা করতে পারেনি সাবেক মেয়র ও কাউন্সিলররা। মোল্লার দোকান হইতে রাজ্জাক নিবাস হয়্রে চন্দনের বাড়ি পর্যন্ত  গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ দিন ধরে সিটি কর্পোরেশন থেকে সংস্কারকাজ না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।রাস্তার মাঝে খাদ-খন্দে ভরপুর, এর সঙ্গে রাস্তার সাথে ড্রেন না থাকার কারণে অল্প বৃষ্টিতেই রোড পানিতে ভরে যায় এবং আশেপাশে পানি জমে যায়। পচা পানির গন্ধে ও মশার উৎপাতে উতিষ্ঠ এলাকাবাসী। এর ফলে মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে প্রায় একশত পরিবারের। এসব ভোগান্তি থেকে পরিত্রাণ পাওয়ার আশায় এলাকাবাসী কয়েকবার রাস্তা ও ড্রেন করার  জন্য আবেদন  করেছেন  কিন্তু কোনো কাজই করছেন না সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।এলাকাবাসী জানায় আমাদের এলাকায়  ডাক্তার, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ী মিলে প্রায় একশত  পরিবারের বসবাস। ১২ বছর ধরে এই রাস্তাটির  উন্নয়নমূলক কাজ না হওয়ায় রাস্তা বেহাল অবস্থা  এবং ড্রেন না থাকার কারণে সামান্য বৃষ্টিতেই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। তাই  যথাযথ কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি অতি দ্রুত রাস্তাটি মেরামত এবং ড্রেন করার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button