যাত্রাবিরতির দাবিতে পূবাইলে ‘নরসিংদী কমিউটার’ ট্রেন থামিয়ে মানববন্ধন
মোঃ হাইউল উদ্দিন খান, ব্যবস্থাপনা সম্পাদক


মো.আল-আমিন সরকার পূবাইল প্রতিনিধি
গাজীপুরের মহানগরের পূবাইল রেলস্টেশনে
নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করছেন এলাকাবাসী। এসময় ঢাকাগামী নরসিংদী কমিউটার ট্রেনটি পূবাইল রেলওয়ে স্টেশনে সাময়িক যাত্রা বিরতি করে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৮ টায় পূবাইল এলাকাবাসী যাত্রাবিরতির দাবি জানিয়ে নরসিংদী কমিউটার ট্রেন -১ এর ইঞ্জিনের সামনে উঠে মানববন্ধন শুরু করেন।
স্থানীয়রা জানান,পুবাইল রেলওয়ে স্টেশন ঢাকা বিভাগের গাজীপুর সিটি কর্পোরেশনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্টেশন।এখান থেকে প্রতিদিন শত শত যাত্রী ঢাকায় অফিসসহ নানা কাজে যাতায়াত করেন। এলাকাবাসী যাত্রা বিরতির দাবি তুলে আরও জানান রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমাদের দীর্ঘদিনের দাবি এখানে কমিউটার ট্রেনের যাত্রা বিরতি।আশাকরি কর্তৃপক্ষ দ্রুত আমাদের দাবির বিষয়ে পজেটিভ সিদ্ধান্ত নিবে।তাই আজ আমরা এখানে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছি। অন্যথায় শিক্ষার্থী ও পূবাইলের সর্বস্তরের মানুষকে নিয়ে আরও বড় পরিসরে কর্মসূচি পালন করা হবে।
পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আবু তাহের মো:মুসা বলেন,মানববন্ধনের বিষয়ে আমি জানতাম না তারাও আমাকে কিছু বলেনি।সকালে তারা আসছে আমি বলেছি ট্রেন থামানোর কোনো নিয়ম নেই আপনারা নিয়মিত মানববন্ধন করে দেখান। এরকম মানববন্ধন দেশের বিভিন্ন যায়গায় হয়েছে।সকালে সামনে তিতাস ট্রেন থাকাতে নরসিংদী কমিউটার ট্রেনটি ১৫ মিনিটের জন্যে আমি যাত্রা বিরতি করেছি তাদের শুনিয়েছি তাদের জন্য ট্রেন থামানো হয়েছে।
যাত্রা বিরতির দাবিতে কর্মসূচির বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানিয়েছি ওখান থেকে কোনো নির্দেশনা আসলে পরবর্তীতে জানাতে পারব।