মো.আল-আমিন সরকার পূবাইল প্রতিনিধি
পূবাইল ৪১ নং ওয়ার্ড পাতারটেক এলাকায় যুবলীগ নেতা আরমান মোল্লা ও তার পরিবারের হামলায় ব্যবসায়ী মামুন মির্জার বাড়িঘর ভাঙচুর মারধর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় এখনো কাউকে গ্রেফতারে সক্ষম হয়নি পূবাইল থানা পুলিশ।ঘটনার এক মাস পেরিয়ে গেলেও আশেপাশে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন মামলার এজাহার নামীয় আসামিগণ।বর্তমানে আরমান মোল্লা ও তার পরিবারের ভয় ও আতঙ্কে স্ত্রী সন্তান নিয়ে মামুন মির্জা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।আরমান মোল্লা স্হানীয় যুবলীগ নেতা হওয়ায় তার তাণ্ডবে চলছিল সেদিন ব্যবসায়ী মামুনের স্বপ্নের বাড়ীঘর ভাঙচুর তছনছ ও লুটপাট।কোনভাবে সেদিন মামুন মির্জার পরিবার প্রাণে বেঁচে গেলেও বর্তমানে অন্যের বাড়িতে মামুন মির্জা ও তার পরিবার খুবই অসহায় মানবেতর জীবনযাপন করছে।প্রসঙ্গত ছয় বছর পূর্বে আরমান মোল্লার মাধ্যমে বিন্দান পাতারটেক মৌজায় আট কাঠা জমি ক্রয় করেন মামুন মির্জা জমি ক্রয়ের পর মামুন মির্জা বাড়ি নির্মাণ করতে গেলে কাজের ঠিকাদারি চান যুবলীগ নেতা আরমান মোল্লা।কিন্তু মামুন মির্জা নিজের বাড়ি নিজের পছন্দের ঠিকাদার দিয়ে নির্মাণ করেন। এ নিয়ে শত্রুতা পোষণ করে এবছরের ১৬ই মার্চ সকাল সাড়ে আটটার দিকে পাতারটেক এলাকায় রাস্তার মধ্যে থাকা প্রতিবেশী আলমের বেল গাছ কাটতে মামুন মির্জাকে নির্দেশ দেয় যুবলীগ নেতা আরমান মোল্লা এতে মামুন মির্জা অন্যের গাছ কাটতে আপত্তি জানালে উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয় এর ধারাবাহিকতায় আরমান মোল্লা উত্তেজিত হয়ে তার পরিবারের ও অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন লোক নিয়ে জোরপূর্বক মামুন মির্জার বাড়িতে প্রবেশ করে প্রথমে জানালার থাই গ্লাস ঘরের দরজা জানাল সকল আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং আলমারিতে থাকা ৪লাখ ৪২ হাজার ৫০০ টাকার স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা লুটে নেয় হামলাকারীরা।মামলার এজহার নামীয় আসামিরা হলেন, হাশেম মোল্লার ছেলে আরমান মোল্লা (৫০) ও তার ছেলে তুষার মোল্লা (১৯) এনামুল (৫০)আরমান মোল্লার স্ত্রী রানু(৪৫) মেয়ে উর্মি(২৪) এনামুলের ছেলে জাহিদ(২৫) তারা সকলেই গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন বিন্দান পাতারটেক এলাকার বাসিন্দা।
আরমান মোল্লা গত শেখ হাসিনা সরকারের আমলে গাজীপুর মহানগর ৪১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ইতিমধ্যে মামলা হয়েছে যুবলীগ নেতা আরমান মোল্লা ও তার সহযোগীদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে।