গাজীপুরে গাছা থানায় হত্যা মামলায় আওয়ামী লীগের ৫ মন্ত্রী ও এক সেনা কর্মকর্তা কে গ্রেফতার।
মোঃ হাইউল উদ্দিন খান, ব্যবস্থাপনা সম্পাদক


মোঃ হাইউল উদ্দিন খান
গাজীপুরে জিএমপি গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক মন্ত্রী দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল২০২৫) সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত- ৩ এ হাজির করা হলে আদালতের বিচারক ওমর হায়দার তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মহানগরের গাছা থানা এলাকায় ছয়জন নিহত হন। এ ঘটনায় গাছা থানায় আলাদাভাবে তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। এসব হত্যা মামলায় আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান বলেন, তাদের আদালতে হাজির করা হয়েছে। আদালতের বিচারক তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের দোসরদের বিচার চাই।
আসামিদের আদালতে হাজিরকে কেন্দ্র করে সকাল থেকেই আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দুটি পৃথক প্রিজন ভ্যানে করে আসামিদের কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে তাদের আদালতের এজলাসে তোলা হয়। শুনানি শেষে আবারও কঠোর নিরাপত্তায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।এদিকে, আলোচিত এসব আসামিদের আদালতে আনার পর বিক্ষোভ মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা।