লালবাগে যৌথবাহিনীর অভিযানে মাদক সহ বিভিন্ন মামলার ০৯ জন গ্রেফতার
লালবাগে যৌথবাহিনীর অভিযানে মাদক সহ বিভিন্ন মামলার ০৯ জন গ্রেফতার


লালবাগে যৌথবাহিনীর অভিযানে মাদক সহ বিভিন্ন মামলার ০৯ জন গ্রেফতার
জুয়েল খন্দকার, নিজস্ব প্রতিবেদক:-
তারিখ: ০১/০৫/২০২৫ ইং তারিখে যৌথবাহিনীর অভিযানে ডিএমপি, ঢাকা, লালবাগ থানা এলাকার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০২ টি মাদক মামলা। পৃথক পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ১১৪ পিস, ১.৬৫ কেজি গাঁজা ও নগত মাদক বিক্রির টাকা সহ মোট ০৫ জন, দস্যুতা মামলায় ০২ জন, থানা ভাঙচুরে মামলায় ০২ জন ও সন্দেহ জনক ০১ জনকে গ্রেফতার করে নিয়মিত মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত হলো:
০১। মোঃ রানা (৪১) (মাদক মামলায় এজাহারনামীয়, ০২। মোঃ সিরাজ (৩৪), (মাদক মামলায় এজাহারনামীয়), ০৩। মোঃ হায়দার হোসেন (৩৬), ০৪। মোঃ আসাদুর রহমান ওরফে আসাদ (৩২), (মাদক মামলায় এজাহারনামীয়), ০৫। মোঃ নয়ন খান (৩৭), (মাদক মামলায় এজাহারনামীয়, ০৬। মোঃ আল আমিন (২৬), (দস্যুতা প্রস্ততি মামলায় এজাহারনামীয়), ০৭। হিমু (২৪) (দস্যুতা প্রস্ততি মামলায় এজাহারনামীয়, ০৮। রনি (২৭) (নিয়মিত মামলায় তদন্তে সন্ধিগ্ধ), ০৯। মোঃ হান্নান (২০) সন্দেহ জনক মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকা আদালতে প্রেরণ করা হয়েছে বলে উক্ত বিষয় নিশ্চিত করেছেন লালবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল খাঁন।