ট্রাফিক শৃঙ্খলা আনয়ন ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে জনসচেতনতা ও উঠান বৈঠক অনুষ্ঠিত
ট্রাফিক শৃঙ্খলা আনয়ন ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে জনসচেতনতা ও উঠান বৈঠক অনুষ্ঠিত


মোঃ হাইউল উদ্দিন খান
ট্রাফিক শৃঙ্খলা আনায়ন ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭ই মে ২০২৫ গাজীপুর মহানগরীর
কোনাবাড়ী থানা এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে
ট্রাফিক শৃঙ্খলা আনয়ন ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে জনসচেতনতামূলক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান।এ সময় তিনি বলেন,
জনগণকে সঙ্গে নিয়ে সকল প্রকার অপরাধীদের প্রতিহত করা হবে। অপরাধীরা কেউই ধরাছোঁয়ার বাইরে নয়। জনগণ তাদের চিনে, তাই জনগণের সহযোগিতায় তাদের দমন করা সম্ভব । উঠান বৈঠক শেষে জিএমপি পুলিশের কমিশনার কোনাবাড়ী ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান,বিপিএম (সেবা) উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।