গাজীপুরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ
গাজীপুরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ


গাজীপুরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ
গাজীপুর মহানগরীর মাস্টারবাড়ি এলাকায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নিহত শিক্ষার্থী সিয়ামের সহপাঠী ও এলাকাবাসী।
ঘটনার সূত্রপাত ৮ই মে, যখন সিয়াম নামে এক শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা। বিচারের দাবিতে উত্তেজিত শিক্ষার্থীরা একটি ‘তাকওয়া পরিবহন’-এর বাস ভাঙচুর করে। এতে এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সৃষ্টি হয় তীব্র যানজট।
মানববন্ধনে বক্তারা বলেন, দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে।
গাজীপুর থেকে মোহাম্মদ কাজল মিয়ার পাঠানো প্রতিবেদন
৯-৫-২০২৫