ক্রাইম
Trending

স্টাইলক্রাফট লিমিটেড শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে নিন্দা

স্টাইলক্রাফট লিমিটেড শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে নিন্দা

স্টাইলক্রাফট লিমিটেড শ্রমিকদের
উপর হামলার প্রতিবাদে নিন্দা

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে নিন্দা জানিয়েছেন স্টাইলক্রাফট লিমিটেড শ্রমিক ইউনিয়ন
নেতৃবৃন্দ। শ্রমিক ইউনিয়নের সভাপতি তাসলিমা আক্তার ও সাধারণ সম্পাদক লিটন দাস সাক্ষরিত এক বিবৃতিতে জানা যায়, মহানগরীর পূর্ব চান্দনা গভঃ রেজিঃ নং-ঢাকা-৫৫২১ ১/১ স্টাইলক্রাফট লিমিটেড ও ইয়াংওয়ান্স (বিডি) লিমিটেড’র কর্মরত শ্রমিকদের উপর ইতিপূর্বে নিয়োজিত কর্মকর্তা ও তাদের বহিরাগত কতিপয় শ্রমিকনেতা নামধারী মাস্তান দিয়ে পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটায়।
বিবৃতিতে আরও জানা যায়, স্টাইলক্রাফট লিমিটেড ও ইয়াংওয়ান্স (বিডি) লিমিটেড কারখানার ইস্তফাকৃত কর্মচারী ও কর্মকর্তা আব্দুল বাতেন মিয়াজীর নেতৃত্বে আমির হোসেন আহমেদ প্রতীক, লায়লা, আঞ্জুমান, শাহীনুর, সুফিয়া খাতুন, রাজু আহমেদ, দ্বীন ইসলাম ও ফাতেমাসহ ৬০ থেকে ৭০ জন কর্মচারীর উপর ১০ থেকে ১২ জন সংঘবদ্ধ হয়ে গত ১১ মে সকালে কারখানায় কাজে যোগ দিতে আসা শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের কারখানায় প্রবেশ করতে বাধা দেয় এবং কারখানার কর্মরত শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালিয়ে কয়েকজন নারী শ্রমিকের শীলতাহানি ঘটায়। এতে করে মোঃ মারুফ হোসেন, মোসাঃ মিনু আক্তার, খাদিজা, রুমা আক্তার, জেসমিন আক্তার, জেসমিন পারভীন, জুনিয়া খাতুন, রুমা সুলতানা, সিমা আক্তার, কুলসুমসহ ১০জন শ্রমিক আহত হয়। পরবর্তী আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। তা ছাড়া গুরুত্বর আহত মারুফ হোসেন নামের এক শ্রমিক এখনও চিকিৎসাধীন রয়েছেন। এমন পরিস্থিতিতে কারখানার কর্মরত সকলের মাঝে আতঙ্ক বিরাজ করছে। প্রকাশ থাকে যে, কারখানাটিতে একটি রেজিস্টার্ডকৃত ট্রেড ইউনিয়ন রয়েছে যার গভঃ (রেজি নং-ঢাকা-৫৫২১)। উক্ত শ্রম অসন্তোষকে পূজি করে কতিপয় শ্রমিকনেতা নামধারী ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য শ্রম অসন্তোষ স্থায়ীভাবে নিরসনে ইউনিয়নের ভূমিকাকে উপেক্ষা করে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের পথে বাধাগ্রস্ত করছে যা শিল্প সম্পর্ক উন্নয়নের পক্ষে বে-আইনি হস্তক্ষেপ। এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান স্টাইলক্রাফট লিমিটেড শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button