

জমি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় অসিত সাহার পরিবার
নিজস্ব প্রতিনিধি
জয়দেবপুর বাজারে অসিত সাহার পরিবারের জমি ও বাড়ি জালিয়াতি করে দখলের অভিযোগে উঠেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং নিরাপত্তার দাবিতে মঙ্গলবার গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাঁর পরিবার ১৯৭৭ সালে ৮.৭৫ ও ৪০ শতাংশ জমি কিনে বসবাস করছিল, যা স্থানীয় ভূমিদস্যু মোঃ দেলোয়ার হোসেন ফকির গং জালিয়াতি করে দখল করে নেয়।
তিনি জানান, ৩.৫০ শতাংশ জমি কিনে দেলোয়ার গং একাধিক মামলা করে তাঁদের উচ্ছেদ করে। হাইকোর্টে মামলার কার্যক্রম স্থগিত থাকলেও ১৯৯২ সালে পেশিশক্তি ব্যবহার করে তাঁদের বাড়ি দখল করা হয়।
পরবর্তীতে হাইকোর্ট ১৯৯৯ সালে দেলোয়ারদের মামলা বাতিল ঘোষণা করে। এমনকি জাল ওকালতনামা ব্যবহারের অভিযোগে জয়দেবপুর থানায় মামলা হয় (নং-৮৭/২০০৫)। অসিত সাহা অভিযোগ করেন, বর্তমানে বিরুধী পক্ষ তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে।
তিনি প্রশাসনের কাছে দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ, নিরাপত্তা ও সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, এর আগে ৮ মে দেলোয়ার হোসেনের কন্যা ফারজানা জেসমিন তন্নী গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অসিত সাহার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, বাড়ি-ঘর ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ আনেন এবং জমির মালিকানা সংক্রান্ত মামলায় নিজেদের বৈধ দাবি তুলে ধরেন।
###
মোহাম্মদ কাজল ১৩/০৫/২০২৫ ইং