জাতীয়
গাজীপুরে এজাহারভুক্ত আসামি ঢাকা থেকে গ্রেফতার ও মোটরবাইক উদ্ধার।
গাজীপুরে এজাহারভুক্ত আসামি ঢাকা থেকে গ্রেফতার ও মোটরবাইক উদ্ধার।


মোঃ হাইউল উদ্দিন খান
মহানগরের কোনাবাড়ী থানা পুলিশ এজাহারভুক্ত আসামি মোঃ আলমগীর হোসেনকে (৩৮) মোটর বাইক সহ গ্রেপ্তার করেছে। কোনাবাড়ী থানা সূত্রে জানা যায় কোনাবাড়ী থানার মামলা নং- ১৫, তাং- ২৬/০৪/২০২৫,ধারা-৪০৬/৪২০ দণ্ডবিধি এর এজাহার ভুক্ত আসামী মো:আলমগীর হোসেন (৩৮),পিতা: মো: আ: রশিদ, মাতা:আমেনা বেগম, সাং- লতাবর, থানা -কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট,এ/পি- ৪/১৩(Y),শ্যামলপল্লী, পশ্চিম ভাষানটেক, ঢাকা ডিএমপি ভাষানটেক থানা এলাকার সাব্বির দেওয়ান জনি’র ৪/৫৩ বাসা শ্যামলপল্লী থেকে গ্রেফতার করে, তার দেখানো তথ্য মতে অভিযান চালিয়ে Yamaha FZ V2 মডেলের মোটর সাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।