গাজীপুরে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।
গাজীপুরে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।


নিজস্ব সংবাদদাতা
পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুন মঙ্গলবার এসআই (নিরস্ত্র) মোঃ নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালিন মোবাইল ৬ ডিউটি কালিন পূবাইল থানাধীন হায়দরাবাদ শুকুন্দিরবাগ সাকিনস্থ লাল ব্রীজের ঢালে তিন রাস্তার মোড়ে স্থানীয় লোকজনের সহযোগীতা নিয়ে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তার কি তোরা হলেন, ১. সাব্বির হোসেন রনি (২১)পিতা-নজরুল ইসলাম,সাং-হায়দরাবাদ (শুকুন্দিরবাগ), থানা-পূবাইল, গাজীপুর মহানগর। ২. মোঃ শাহাদাত হোসেন হৃদয় (২৬), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-হায়দরাবাদ (শুকুন্দিরবাগ) থানা-পূবাইল, গাজীপুর মহানগর, এবং ৩. সোহেল (৩০)পিতা-মৃত আলম মিয়া, সাং-হায়দরাবাদ (শুকুন্দিরবাগ)থানা-পূবাইল, গাজীপুর মহানগর, আসামিদের কাছ থেকে গ্রেফতার পূর্বক উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ১নং আসামী সাব্বির হোসেন রনির নিকট হইতে ১টি স্টীলের তৈরী ধারালো সুইচ গিয়ার চাকু, লম্বা ৫.৫ (পাঁচ দশমিক পাঁচ) ইঞ্চি ও খোলা অবস্থায় লম্বা ১০ (দশ) ইঞ্চি।২নং আসামী মোঃ শাহাদাত হোসেন হৃদয় এর নিকট হইতে ১টি স্টীলের তৈরী ধারালো চাকু, যা প্লাস্টিকের বাটসহ লম্বা ১৩ (তের) ইঞ্চি এবং ৩ নং আসামী সোহেল এর নিকট হইতে ১টি লোহার রড, যা লম্বা ১৬ (ষোল) ইঞ্চি উদ্ধার করে। আসামিদের বিরুদ্ধে পূবাইল থানার মামলা নং-০৯(০৬)২৫ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।