জাতীয়
গাজীপুরে টঙ্গী রেল স্টেশন প্ল্যাটফর্ম থেকে ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গাজীপুরে টঙ্গী রেল স্টেশন প্ল্যাটফর্ম থেকে ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।


নিজস্ব প্রতিবেদক
মহানগরের টঙ্গী রেল স্টেশন প্লাটফর্ম থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
ঢাকা রেলওয়ে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়। গত ১৭ মে শনিবার অনুমান ৬.২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা রেলওয়ে থানাধীন টঙ্গী রেলওয়ে পুলিশ কৃর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে টঙ্গী রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে সালমা (৩৫) নামক এক মহিলার কাপড়ের ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতর হতে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২১ লক্ষ টাকা, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে পুলিশ জানায়।