জাতীয়

কাপাসিয়ায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত।

কাপাসিয়ায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত।

মোঃ হাইউল উদ্দিন খান,
গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগআলী এলাকায় যমুনা টেলিভিশনের চিত্র সাংবাদিক রকি হোসেনসহ সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ মে২০২৫) দুপুরে গাজীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে, উক্ত মানববন্ধনে সঞ্চালনায় ছিলেন,গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কেবল ব্যক্তি নয়, এটি গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। কোনোভাবেই এই বর্বরতা মেনে নেওয়া যায় না।
আরো বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মাজহারুল ইসলাম মাসুম, মুজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন এবং সহ-সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল, সাবেক সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসেন, রুহুল আমীন সজীব,প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক হাসমত আলী, দৈনিক বাংলাভূমির সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার,ডিবিসির সাংবাদিক মাহসুদা সিকদার,ডেইলি স্টারের মঞ্জুরুল করিম সহ অন্যান্য সাংবাদিকগণ।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পেশাগত দায়িত্ব পালনে যেন কেউ বাধা না দেয়, তা সরকারকেই নিশ্চিত করতে হবে।
মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামেরর সাথে সাক্ষাৎ করেন এবং হামলার ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।
উক্ত মানববন্ধনে গাজীপুর প্রেসক্লাব ও গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ, রিপোর্টার, ফটোজার্নালিস্ট এবং মিডিয়া সংশ্লিষ্টরা একাত্মতা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button