গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী ভূমি মেলা
নিজস্ব প্রতিবেদক:
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের যৌথ উদ্যোগে গাজীপুরে তিনদিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৫ মে রবিবার থেকে ২৭ মে মঙ্গলবার ২০২৫ পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় (ভাওয়াল রাজবাড়ী) চত্বরে অবস্থিত নাটমন্দির প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে। শনিবার গাজীপুর জেলা প্রশাসকের সমামেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোহাম্মদ কায়সার খসরু।এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার( ভূমি)গাজীপুর সদরের মোঃ মঈন খান এলিস,সহকারি কমিশনার( ভূমি) টঙ্গী সার্কেলের সাইদুজ্জামান হিমু,সহকারি কমিশনার ( স্থানীয় সরকার শাখা) মোঃ মুশফিক উল আল,সহকারি কমিশনার( রেকর্ড রুম শাখা)মোঃ তাশরীফুল ইসলাম। এছাড়া গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রটিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
সম্মেলনে আরো জানানো হয়, রবিবার মেলার উদ্বোধন করবেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল রানা, সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোহাম্মদ কায়সার খসরু।
মেলায় জেলা প্রশাসনের এস.এ শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, ভিপি শাখা, রেকর্ড রুম শাখা, গাজীপুর সদর ও টঙ্গী রাজস্ব সার্কেল, জেলা সাব-রেজিস্ট্রি অফিস ও জোনাল সেটেলমেন্ট অফিসের অংশগ্রহণে ৮টি স্টল স্থাপন করা হবে।
মেলায় থাকবে ই-নামজারি আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক নিষ্পত্তি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের সুবিধা, খাস জমি বন্দোবস্ত আবেদন গ্রহণ, এলএ পেমেন্ট কেস নিষ্পত্তি ও ক্ষতিপূরণ প্রদান, ভিপি লিজ নবায়ন আবেদন ও নিষ্পত্তি, খতিয়ানের অনলাইন কপি সরবরাহ, মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে বিতরণ, জরিপ কার্যক্রম ভিত্তিক সেবা, বন্দোবস্তপ্রাপ্ত খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, সিটিজেন চার্টার অনুযায়ী সেবাপ্রদর্শন, সরাসরি সেবা প্রদান ও জিজ্ঞাসার উত্তর প্রদানে কর্মকর্তা নিয়োজিত থাকার ব্যবস্থা।
মেলার প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান ও র্যালি, আলোচনা সভা, স্টল প্রদর্শনী, দ্বিতীয় দিন ভূমি বিষয়ক সেমিনার, অভিযোগ-আপত্তি শুনানি ও নিষ্পত্তি, তৃতীয় দিন শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন গাজীপুরের পক্ষ থেকে সকল নাগরিককে ভূমি মেলায় অংশগ্রহণ করে স্বচ্ছ, সহজ ও অনলাইনভিত্তিক ভূমিসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।