দৈনিক

গাজীপুরে ৬ ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার।

গাজীপুরে ৬ ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার।

মোঃ হাইউল উদ্দিন খান

গাজীপুরে জিএমপি পুলিশের পূবাইল থানাধীন মীরের বাজার এলাকা থেকে ৬ ভূয়া পুলিশ কে আটক করেছে মহানগরের পূবাইল থানা পুলিশ।

আসামিদের মধ্যে একজন সাবেক পুলিশ সদস্য রয়েছে বলে জানা গেছে।গ্রেপ্তারকৃতরা হলেন,পূবাইলের নারায়নকুল এলাকার সাব্বির রহমান (২৩), সীমান্ত খান (২০) , হৃদয় (২০)(সাবেক পুলিশ সদস্য), পূবাইলের বসুগাও এলাকার আনন্দ মোল্লা (২২), ফাহিম সরকার (২৪), পূবাইলের হারবাইদ এলাকার শাহরিয়ার (১৯)। পুলিশ জানায়,শনিবার বেলা সাড়ে ১২ টায় মিরের বাজার এলাকায় নিজেদের কে পুলিশ সদস্য পরিচয় দিয়ে গাড়ি ভাড়া করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়, পরে তারা পূবাইল থানা পুলিশকে খবর দেন,এসময় পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে আসামিদেরকে জিজ্ঞাসাবাদে করে এবং তারা যে ভূয়া পুলিশ এই বিষয়ে নিশ্চিত হয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে পুলিশের জ্যাকেট, ক্যাপ, দুইটি ওয়াকি টকি, ২ টি খেলনা পিস্তল,হাতকড়া সহ ছিনতাই ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম জানান,গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজনের নামে ফরিদপুর ভাঙ্গা থানায় ডাকাতির মামলা রয়েছে। তারা পুলিশ এবং ডিবি পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতিও ছিনতাইসহ নানান অপকর্ম করে আসছে। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button