জাতীয়দৈনিক

গাজীপুরে পূবাইল থানা পুলিশের অভিযান দস্যূতা মামলার ২ জন আসামী গ্রেফতার।

গাজীপুরে পূবাইল থানা পুলিশের অভিযান দস্যূতা মামলার ২ জন আসামী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:-ইং-২৪/০৬/২০২৫ তারিখ এসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম, এসআই (নিরস্ত্র) মোঃ নাসির উদ্দিন, কং/মোঃ মিরাজ উদ্দিনসহ গোপন সংবাদের ভিতিত্তে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়া কুমিল্লা, চাঁদপুর ও আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিএমপি এর পূবাইল থানার ,এফআইআর নং-১১(০৪)২০২৫; ধারা-৩৯২ পেনাল কোড ১৮৬০ এর তদন্তেপ্রাপ্ত আসামী ১। আফসার হোসেন বাবু (৩৫), পিতা-মৃত বাবুল, মাতা-পারুল ৥ মধু, স্থায়ী সাং-নারগাঁও কাউয়াদি, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, এপি সাং-গাজীবাড়ী (হুজুরের বাড়ীর ভাড়াটিয়া), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুরকে কুমিল্লা দাউকান্দি থানাধীন নারগাঁও কাউয়াদি এলাকা হইতে এবং আসামী ২। আব্দুর রহিম রানা (৩৭), পিতা-নুরুল আমিন পাঠান, মাতা-মোছাঃ রোকেয়া বেগম, সাং-টঙ্গী ভরান (২৮ টঙ্গী বাজার রোড), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুরকে জিএমপি এর টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার হইতে গ্রেফতার পূর্বক থানায় হাজির হইয়া আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে। বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button