দৈনিক

গাজীপুরে ১ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।

গাজীপুরে ১ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক
পুলিশ সূত্রে জানা যায়
বাদীনি নাজমা বেগম (৩৬), পিতা-মৃত নুরুল হক, সাং-বীর সিংহপাড়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ এ/পি সাং-নাওজোড় গাজীপুর চৌরাস্তা (হাবিবুল্লাহ বাসার ভাড়াটিয়া) বাসন মেট্রো থানা,তিনি গার্মেন্টস শ্রমিক। বাদীনি নাওজোড় এলাকায় গার্মেন্টস এ চাকুরী করেন। পূবাইল থানাধীন চামুড্ডা এলাকায় তাহার খালা মারুফা বেগম এর অসুস্থ্যতার কথা শুনিয়া তিনি নাওজোড় এলাকা হইতে গত ২৩ জুন সোমবার সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকায় পূবাইল থানাধীন চামুড্ডা বাজারে সিএনজি হইতে নামেন, অতঃপর চামুড্ডা বাজার হইতে পায়ে হাটিয়া মেঘডুবি পূর্বপাড়া খালার বাসায় যাওয়ার সময় সন্ধ্যা অনুমান ০৭.১৫ ঘটিকায় পূবাইল থানাধীন মেঘডুবি পূর্বপাড়া জামাল উদ্দিন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌঁছামাত্রই একটি মোটর সাইকেল যোগে ১. সোহেল মিয়া (২২), পিতা-নুর মোহাম্মদ,সাং-হিমারদিঘী আমতলী কেরানীরটেক,টঙ্গি পূর্ব থানা এলাকা অজ্ঞাত নামা একজন সহ বাদীনির সামনে বেরিকেড দিয়া মোটর সাইকেল হইতে নামিয়া ধারালো ছুরি দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে তার কাছে থাকা একটি রেডমি স্মার্ট ফোন, যার মূল্য অনুমান ২২,০০০/-টাকা এবং মোবাইলের কাভারের ভিতরে থাকা ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা জোড় পূর্বক কাড়িয়া নিয়া মোটর সাইকেল যোগে দ্রুত পালাইয়া যাইতে থাকিলে বাদীর চিৎকারে আশেপাশে থাকা স্থানীয় লোকজন, টহল পুলিশ আগাইয়া আসিলে মোটর সাইকেল রাখিয়া আসামিরা দৌড়ে পালানোর চেষ্টাকালে ১ আসামীকে হাতে নাতে আটক করেন জনতা,অন্য একজন আসামি পালাইয়া যায়। পরে থানা পুলিশ উপস্থিত লোকজনের সম্মুখে আসামী সোহেল মিয়ার দেহ তল্লাশী করিয়া তার পড়নের প্যান্টের ডান পকেট হইতে একটি ধারালো সুইচ গিয়ার চাকু এবং ০১টি মোটর সাইকেল উদ্ধার করেন। উল্লেখ্য ১নং আসামীকে ঘটনাস্থলে আটক করিলে হৈ চৈ শব্দে অনেক লোকজন জড়ো হয়। এতে অপর একজন ভিকটিম মঞ্জুরুল ইসলাম (৩৬), পিতা-মোঃ মোকসেদ আলী খান,সাং-মেঘডুবি জোরপুকুর পাড়, থানা-পূবাইল, ঘটনাস্থলে আসিয়া ১নং আসামীকে দেখামাত্রই জানান যে, ১নং আসামী একজনকে সঙ্গে নিয়া মোটর সাইকেল যোগে এর আগে সন্ধ্যা অনুমান ০৬.৪৫ ঘটিকায় মেঘডুবি পশ্চিমপাড়া রাস্তা উপর ছুরি ঠেকাইয়া ভয়ভীতি দেখাইয়া তাহার ব্যবহৃত একটি অপপো স্মার্ট ফোন, যার মূল্য অনুমান ১৫,০০০/-টাকা ও নগদ ৬০,০০০/-(ষাট হাজার) টাকা কাড়িয়া নিয়া পালাইয়া যায়। উক্ত ঘটনা সংক্রান্তে বাদীনি থানায় এজাহার দায়ের করিলে পূবাইল থানার মামলা নং-০৮(০৬)২৫ ধারা-৩৯২ পেনাল কোড রুজু হয়,পরে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button