জাতীয়
Trending

বড়াইগ্রামে উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বড়াইগ্রামে উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বড়াইগ্রামে উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধ
বড়াইগ্রামে উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে টাক্সফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে দিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মলয় কুমার কুন্ডু, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আক্তার, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা টাক্সফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও সুধীজন।
এই প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন সহ তামাক নিয়ন্ত্রণ‌ আইন বাস্তবায়ন, কৃষককে তামাক চাষে নিরুৎসাহিত করা, তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জন গুরুত্বপূর্ণ এলাকা ও গণপরিববনে ধূমপানমুক্ত করন, তামাক বিরোধী প্রচার-প্রচারণা ও তামাক কোম্পানির বিজ্ঞাপন অপসারণ বিষয়ে করণীয় শীর্ষক নানা মুখী আলোচনা ও বাস্তবায়ন পরিকল্পনা করা হয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button