দৈনিক

গাজীপুরে প্রতারণার অভিযোগে আটক ৫ জন।

গাজীপুরে প্রতারণার অভিযোগে আটক ৫ জন।

নিজস্ব প্রতিবেদক
ঘরে বসে লক্ষ লক্ষ টাকা আয় এই প্রলোভন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখিয়ে অর্থ আত্মসাতকারী প্রতারক চক্রের ১ জন চায়না নাগরিকসহ ৫ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার ২৩ জুন মধ্যে রাতে জিএমপি ক্রাইম মনিটরিং বিভাগ এই অভিযান পরিচালনাকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরের ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকা হতে আসামিদেরকে গ্রেফতার করে।এ সময় প্রতারনার কাজে ব্যবহৃত ০৫টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

২৪জুন মঙ্গলবার বিকেলে জিএমপি হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া এস এম শফিকুল ইসলাম। এ সময় পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জিএমপি সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এ ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।এছাড়াও টুঙ্গি পূর্ব থানাধীন মুরকোন এলাকার থেকে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button