দৈনিক

হাইকোর্টের আদেশ অমান্য: উদ্বোধনের অপেক্ষায় নাম্বার ওয়ান মাছের মার্কেট,বাড়ছে উত্তেজনা

হাইকোর্টের আদেশ অমান্য: উদ্বোধনের অপেক্ষায় নাম্বার ওয়ান মাছের মার্কেট,বাড়ছে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ প্রতিক্ষার পর চলতি বছরের জানুয়ারি মাসে উদ্বোধন করা হলো গাজীপুর জেলা শহরের প্রাণকেন্দ্র গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন জয়দেবপুর বাজারের আধুনিক কিচেন মার্কেট। প্রায় ১৮ হাজার ৬০০ বর্গফুট জায়গার ওপর নির্মিত এই মার্কেটটি উদ্বোধন করা হয়। এ কিচেন মাকের্টের নিচতলায় বসানো হয়েছে মাছ, তরকারি ও অন্যান্য দোকান। দোতলায় থাকছে শপিং মল।

অথচ উদ্বোধনের ৫ মাসের মাথায় নির্মান হলো (নাম্বার ওয়ান) নামের আরেকটি মাছ বাজার। এঘটনায় অবৈধভাবে নির্মানকৃত নতুন মার্কেট উচ্ছেদে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর আবেদন করেন জয়দেবপুর বাজার মৎস ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শ্রী টিটন চন্দ্র দাস টিটু। আবেদনের প্রেক্ষিতে জানা যায়, জয়দেবপুর বাজারের আধুনিক কিচেন মার্কেটের পাশে আরেকটি অবৈধ ভাবে মাছের মার্কেট নির্মান করা হয়েছে। এ মার্কেট উচ্ছেদের জন্য বারবার গাজীপুর সিটি কর্পোরেশনকে তাগিদ দেওয়া হলেও কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেননি।

কোন উপান্তর না পেয়ে বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করেন শ্রী টিটন চন্দ্র দাস টিটু। পিটিশন নং- ৮৩১৭/২০২৫ইং। হাইকোর্ট আবেদন গ্রহন করে আমলে নিয়ে আগামী ৩০ দিনের মধ্যে আইনের বিধান মেনে এবং দ্রততার সঙ্গে নিস্পত্তির করার জন্য বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেন। আদেশের পরেও কোন ব্যবস্থা নিচ্ছেনা গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রুবেল মাহমুদ বলেন, হাইকোর্ট থেকে চিঠি দেওয়া হয়েছে তা আমি জানি। কিন্তু আমার টেবিলে এখনো পৌঁছায়নি। তিনি আরো বলেন, প্রশাসক মহোদয় দেশের বাহিরে আছেন, তিনি দেশে ফিরলে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে জয়দেবপুর বাজার মৎস ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শ্রী টিটন চন্দ্র দাস টিটু বলেন, প্রায় ১৬ বছর অতিবাহিত হওয়ার পর গাজীপুর জেলা প্রশাসক ও গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের অনুমতিক্রমে আমরা আমাদের বরাদ্দকৃত কিচেন মার্কেট বুঝে পাই।

তিনি আরো বলেন, আমরা পূর্বে পরিচালিত মাছবাজার থেকে কিচেন মার্কেটে সরে আসার পর কিচেন মার্কেট বিলুপ্ত করতে পূর্বের স্থানে কিছু অসাধু মাছ ব্যবসায়ীরা মালিকপক্ষের কাছ থেকে জমি ভাড়া নিয়ে অবৈধভাবে নাম্বার ওয়ান নামের আরেকটি মাছের মার্কেট গড়ে তুলেছেন। এতে করে কিচেন মার্কেটের পাশে অবৈধ নতুন মাছের মার্কেট উদ্বোধনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

টিটু আরো বলেন, হাইকোর্টের আদেশ অমান্য করে কোন ভাবেই যেন গড়ে উঠা নতুন আরেকটি মাছবাজার চালু না হয় সেজন্য গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান। তা ছাড়া এখানে পাইকারী ব্যবসায়ীরা বছরের পর বছর ইনকাম ট্যাক্স ফাঁকি দিচ্ছে। এতে করে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি দুদক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা প্রয়োজন। অপরদিকে যারা বছরের পর বছর সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয় তাদের লাইসেন্স বাতিল করার জন্য জোর দাবী জানানো হয়।

উল্লেখ্য: জয়দেবপুর বাজার ব্যবসায়ীদের সুবিধার্থে ২০০৯ সালে জয়দেবপুর বাজারে কিচেন মার্কেট নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন পৌর কর্তৃপক্ষ। ২০১২ সালের এপ্রিলে মার্কেটের নির্মাণকাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৩ সালের ১৬ জানুয়ারি গাজীপুর পৌরসভা সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হয়। ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান কিচেন মার্কেটের উদ্বোধন করেন। কিন্তু মার্কেটটির উদ্বোধন হলেও বিভিন্ন কারণে ওই মার্কেটে কেউ উঠতে পারেননি।

এদিকে বাজার বিশ্লেষকরা বলছেন, নিয়মনীতির তোয়াক্বা না করে কিচেন মার্কেটের পাশে নতুন ভাবে গড়ে উঠা আরেকটি মাছ বাজারকে কেন্দ্র করে যে কোন সময় উত্তেজনা, মারামারি বা সংঘর্ষের মতো ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত নাম্বার ওয়ান নামের নতুন মাছের মার্কেট উদ্বোধন বন্ধ করা হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button