তিতাসে বিশ্ব পরিবেশ দিবস পালিত মাহবুবুর রহমান-
তিতাসে বিশ্ব পরিবেশ দিবস পালিত মাহবুবুর রহমান-


তিতাসে বিশ্ব পরিবেশ দিবস পালিত
মাহবুবুর রহমান-
নিজস্ব প্রতিনিধ
“মাটি, পানি, বায়ু, প্রকৃতি রক্ষা করি – আগামী প্রজন্মের জন্য সুস্থ পৃথিবী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত হয়েছে।গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কৃষি অফিসের সহযোগিতায় বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও সচেতন নাগরিকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।এতে
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লা মোস্তাফিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দিনব্যাপী র্যালি, গাছ রোপণ ও পরিবেশ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
তারিখ-২৫/০৬/২০২৫ ইং