দৈনিক

গাজীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও আন্তর্জাতিক পাচারবিরোধী দিবস পালিত।

গাজীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও আন্তর্জাতিক পাচারবিরোধী দিবস পালিত।

মোঃ হাইউল উদ্দিন খান

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাট মন্দিরে (২৬ জুন বৃহস্পতিবার) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে আলোচনা সভা শুরু হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনের সভাপতিত্বে ও গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মোঃ আবু বকর সিদ্দীক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -ডিডিএলজি আহমেদ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহীন মাহমুদ, সদর মেট্রোথানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান পিপিএম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে মাদকদ্রব্যের কুফল নিয়ে চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তাদের মধ্যে চিত্রাঙ্গনে ৪ ক্যাটাগরিতে ১৩ জন এবং রচনায় প্রতিযোগিতার ৩ ক্যাটাগরিতে ১০ জনসহ মোট ২৩ জন পুরুস্কৃত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক এক ভয়ানক ব্যাধির নাম। যা আমাদের সমাজে ক্যান্সারের মত ছড়িয়ে পড়ছে। ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে তরুণ সমাজকে। মাদকের এই ভয়াল থাবা থেকে মানুষকে বাঁচাতে ও সবাইকে সচেতন করতে মাদকদ্রব্যের ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

বক্তারা আরো বলেন, মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর দিক জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সেচ্ছাসেবী ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button