গাজীপুরে মানিক্য মাধবের রথযাত্রা ও রথ মেলার শুভ উদ্বোধন।
গাজীপুরে মানিক্য মাধবের রথযাত্রা ও রথ মেলার শুভ উদ্বোধন।


গাজীপুরে ঐতিহ্যবাহী ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত প্রায় দুইশ বছরের প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে গাজীপুর মহানগরর ২৮ নং ওয়ার্ডের রথখোলায় রথটানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ। রথযাত্রায় সভাপতিত্ব, করেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহম্মদ হোসেন ভূইয়া। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোতাছের বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সোহেল রানাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।রথযাত্রা উপলক্ষে পালকি সহযোগে দেবতা মাণিক্য মাধবকে রথে অধিষ্ঠান করা হয়। পরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ, রথ সংশ্লিষ্ট ও হাজারো পূণ্যার্থী সম্মিলিতভাবে ভক্তি সহযোগে রথ টান দিয়ে রথযাত্রা ও রথমেলার শুভ উদ্বোধন করেন।
রথ টানের মধ্য দিয়ে মাণিক্য মাধব নিজ বাড়ি থেকে শ্বশুড় বাড়ি যাচ্ছেন। আগামী শনিবার (৫ জুলাই) উল্টো রথযাত্রার মাধ্যমে শ্রী মানিক্য মাধব নিজ বাড়িতে ফিরবেন।