অর্থনীতি
Trending

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধ

চক্র ভাঙ্গো সংঘবদ্ধ অপরাধ রুখো’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫” উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বেলুন উড়িয়ে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সভায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৫৯-বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, ৫৩-বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু, পুলিশ সুপার মো. রেজাউল করিম, অধ্যক্ষ মো. আব্দুল আওয়াল, ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, রাসায়নিক পরীক্ষক মো. শফিকুল ইসলাম, পিপি অ্যাডভোকেট আব্দুল ওদুদ, ডা. সাকিয়া ওদুদ প্রমুখ।
অনুষ্ঠানে গম্ভীরা পরিবেশনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মাদকবিরোধী চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button