মহানগর গোয়েন্দা(ডিবি উওর) এর কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন,জিএমপি পুলিশ কমিশনার।
মহানগর গোয়েন্দা(ডিবি উওর) এর কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন,জিএমপি পুলিশ কমিশনার।


নিজস্ব প্রতিবেদক
সোমবার (৩০ জুন ২০২৫) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান, গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি উওর) এর কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন,
পরিদর্শনকালে জিএমপি কমিশনার মহোদয় মহানগর গোয়েন্দা (ডিবি উওর) এর কার্যালয় অফিসার ও ফোর্সদের খোঁজখবর নেন এবং পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য সকল সদস্যকে দিক-নির্দেশনা প্রদান করেন।একইসঙ্গে তিনি ফোর্সদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা,ব্যারাক ও অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ সরেজমিনে পরিদর্শন করেন,তিনি পরিদর্শনকালে
অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান,বিপিএম (সেবা),
উপ-পুলিশ কমিশনার (ডিবি উওর) এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি দক্ষিণ ) উপ পুলিশ কমিশনার (সরবরাহ ও পরিবহন) সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।