দৈনিক

গাজীপুরে মারপিট ও শ্বাসরোধে হত্যা চেষ্টার দায়ে থানায় মামলা,গ্রেফতার ২

গাজীপুরে মারপিট ও শ্বাসরোধে হত্যা চেষ্টার দায়ে থানায় মামলা,গ্রেফতার ২

মোহাম্মদ কাজল:
গাজীপুর মহানগরে ২৮ নং ওয়ার্ড হাড়িনাল এলাকায় মোশারফ হোসেন নামের একজনকে শ্বাসরোধে হত্যাচেষ্টা এবং মারধরের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় হাড়িনাল উত্তরপাড়া এলাকার মৃত লেহাজ উদ্দিনের ছেলে মোঃ মোশারফ হোসেন(৫৮) বাদী হয়ে ৬ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। মামলা নং- নং-৪৫ (০৫) ২০২৫ইং।

আসামীরা হলেন-হাড়িনাল উত্তরপাড়া এলাকার মৃত নুরু মিয়ার ছেলে মোঃ সেলিম(৩৬), মোঃ সোহাগের ছেলে মোঃ আল আমিন(২২), মৃত সুরুজ চৌকিদারের ছেলে মোঃ সোহাগ(৪৫), মৃত তারা মিয়ার ছেলে মোঃ রিফাত(২২), মোঃ সোহাগের স্ত্রী নুরজাহান বেগম(৪০), সেলিমের স্ত্রী স্মৃতি আক্তার(২৫)। এঘটনায় মঙ্গলবার রাতে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-
মোঃ সেলিম(৩৬) নুরজাহান বেগম(৪০)।

মামলা সূত্রে জানা গেছে, হাড়িনাল উত্তরপাড়া এলাকার মৃত লেহাজ উদ্দিনের ছেলে মোঃ মোশারফ হোসেনের সাথে পূর্বে থেকেই একই এলাকার মৃত নুরু মিয়ার ছেলে মোঃ সেলিমের বিরোধ চলছে। এরই জের ধরে গত ২১ মে সেলিমের নেতৃত্বে মোশারফ হোসেনের উপর চড়াও হয়ে তাকে মারধর করে শ্বাসরোধে হত্যার চেষ্টাসহ নগদ ৪৭ হাজার ছিনিয়ে নিয়ে নেয় এবং পরিবারের লোকজনদের খুনের হুমকি দিয়ে চলে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোঃ উজ্জল হোসেন বলেন, মোশারফ হোসেনকে হত্যাচেষ্টা এবং মরধরের অভিযোগে মামলা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। এদিকে গ্রেফতারের বিষয়ে স্থানীয়রা পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে পুলিশের এ ধরনের অভিযান পরিচালনায় সামাজিকভাবে সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button