নিজস্ব প্রতিবেদক
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানাযায় মহানগরের পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মোঃ নাসির উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া গত বুধবার ২ জুলাই আনুমানিক ৫.৪৫ ঘটিকায় পূবাইল থানাধীন মেঘডুবি সাকিনস্থ সাবরিনা ড্রিম রিসোর্ট পার্কের কর্টেজ এর কক্ষের ভিতর প্রবেশ করিলে আসামী ১। আলী রাজ (২৮), পিতা-মৃত রমজান আলী মিয়া, মাতা-রুনা বেগম, সাং-করমতলা (ক্রিসেন কেমিক্যাল ফ্যাক্টরীর সামনে), থানা-পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুর, ২। শিপন সূত্রধর (৪১), পিতা-মৃত রবেন্দ্র সূত্রধর, মাতা-উষা রানী সূত্রধর, সাং-ভাদুঘর, থানা-ব্রাহ্মণবাড়ীয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, ৩। জহির (৪৮), পিতা-মৃত ফয়েজ উদ্দিন, মাতা-জমিলা খাতুন, সাং-মারিয়ালি, থানা-জয়দেবপুর সদর, গাজীপুর মহানগর, ৪। সনজয় চন্দ্র (৪৫), পিতা-রতেশ্বর চন্দ্র, মাতা-সবিতা রানী চন্দ্র, সাং-দক্ষিণ লুধুয়া, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, এপি সাং- বসুগাঁও (কলেজ গেইট আলমগীর হাজীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুর, ৫। মোঃ সেলিম রেজা (৫২), পিতা-মৃত সিদ্দিকুর রহমান, মাতা-আনোয়ারা বেগম, সাং-দক্ষিণ মৈশুন্ডী, থানা-ওয়ারী, ঢাকা মহানগর, ৬। মোঃ রায়হান (২৮), পিতা-মকুল ভূইয়া, মাতা-গোলাপি বেগম, সাং-নাগপুর, থানা-গাছা, গাজীপুর মহানগর, ৭। আজিজুর (৪৮), পিতা-মৃত লোকমান হোসেন ভূইয়া, মাতা-আমেনা বেগম ওরফে সামসুন্নাহার, সাং-কানাইয়া, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর, ৮। জয় সূত্রধর (৪১), পিতা-মৃত শুভ সূত্রধর, মাতা-উষারানী সূত্রধর, সাং-গংগানগর, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, ৯। সমির সেন গুপ্ত (৬০), পিতা-মৃত দিলিপ সেন গুপ্ত, মাতা-হিরাসেন গুপ্ত, সাং-পাঁচদোনা, থানা-মাদবদী, জেলা-নরসিংদী, এপি সাং- বনশ্রী রোড নং-৫, ব্লক -সি, থানা-রামপুরা, ঢাকা মহানগরগন পালানোর চেষ্টা করিলে অভিযান পার্টির অফিসার ফোর্সসহ উপরোক্ত আসামীদেরকে কক্ষের ভিতরে ONE -10 জুয়া খেলারত অবস্থায় ধৃত করেন। তথায় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে সাবরিনা ড্রিম রিসোর্ট পার্কের কর্টেজের কক্ষের ভিতর তল্লাশী করিয়া উপরে ONE 10 জুয়া খেলার একটি সুটিং বোর্ড, যার মধ্যে ইংরেজীতে সম্পূর্ণ বোর্ডে 1 থেকে 10 পর্যন্ত এলোমেলো লেখা ONE 10 জুয়া খেলার একটি ব্যানার, যাতে ইংরেজী 1 থেকে 10 পর্যন্ত লেখাসহ শাপলা ফুলের প্রতিক আছে, (iii) ONE 10 জুয়া খেলায় ব্যবহৃত ১৫টি পিন, (iv) জুয়া খেলায় ব্যবহৃত ০১ সেট তাস, (v) জুয়া খেলার বোর্ডে থাকা নগদ ১৯,৫০০/-(উনিশ হাজার পাঁচশত টাকা), (vi) ONE 10 জুয়া খেলায় ব্যবহৃত ০৩টি স্টিলের তৈরী বক্স, (vii) জুয়াড়ীদের ব্যবহৃত যানবাহন ০১টি WINE RED রংয়ের PREMIO প্রাইভেট কার, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-৩২-৮০৩১, ((viii) ০১টি PEARL রংয়ের AXIO প্রাইভেট কার, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-৩৫-৪৬৫২, (ix) ০১টি PEARL রংয়ের PREMIO প্রাইভেট কার, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-২৮-৬১৭৯, (x) ০১টি কালো রংয়ের YAMAHA কোম্পানীর SCOUTI, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-হ-৬৯-৪৮৮১, (xi) ০১টি নীল রংয়ের FZ-S মোটর সাইকেল, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-৪৪-১৬৫৮, (xii) ০১টি কালো রংয়ের CVZ 150 CC ON TEST মোটর সাইকেল, যার ইঞ্জিন নং- KC12ERAGE13377, চ্যাচিস নং- MBLKC12ECAGF00150 আলামত উদ্ধার পূর্বক ইং ০২/০৭/২০২৫ খ্রিঃ সময় ১৮.৫০ ঘটিকায় জব্দতালিকা মূলে জব্দ করে ধৃত আসামীদের এবং জব্দকৃত আলামত নিজ হেফাজতে নেন। অতঃপর ধৃত আসামীগন ও জব্দকৃত আলামতসহ থানায় হাজির হয়ে এজাহার দায়ের করিলে আসামীদের বিরুদ্ধে পূবাইল থানার মামলা নং-০৪, তারিখ-০৩/০৬/২০২৫ খ্রিঃ, ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।