গাজীপুরে কোনাবাড়িতে অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকার নকল সিগারেটসহ আটক ১ জন।
গাজীপুরে কোনাবাড়িতে অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকার নকল সিগারেটসহ আটক ১ জন।


নিজস্ব প্রতিনিধি
গাজীপুর মহানগরের কোনাবাড়িতে নোবেল সিগারেটের গোডাউনে অভিযান চালিয়ে নকল সিগারেটসহ ১ জন কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) সকাল আনুমানিক সারে ১১ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানার এসআই (নিঃ) মোঃ কামরুল হাসানের নেতৃত্বে, এসআই অজয় সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে (অবৈধ পণ্য) নকল সিগারেট ব্যবসায় জড়িত ১ জনসহ সিগারেট বহনকৃত একটি অটোরিকশা আটক করা হয়।
আটককৃত আসামী হলেনঃ জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলার নলসোন্দা গ্রামের রেজাউল করিমের ছেলে মোঃ আশিক(২০) সে কোনাবাড়ীর জরুনের শামসুল মেম্বারের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশসুত্রে জানা যায় মহানগরের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় একটি অবৈধ নকল সিগারেটের গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ব্যান্ডের ভেজাল সিগারেটসহ ৫৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। অভিযানে আশিক(২০) নামের ১ জনকে ও এসব অবৈধ পণ্য সিগারেট বহনকারী অটোরিকশা আটক করা হয়।
এ বিষয়ে জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান জরুন এলাকায় অভিযান চালিয়ে নকল পণ্যসহ আশিক নামের একজন কে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নকল এসব সিগারেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।