গাজীপুরের ধীরাশ্রম থেকে নিখোঁজের ৫ দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার
গাজীপুরের ধীরাশ্রম থেকে নিখোঁজের ৫ দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের ধীরাশ্রম থেকে নিখোঁজের ৫ দিন পর নাবিলা নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্তব্ধ এলাকাবাসী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃংখলা বাহিনীর একাধিক সংস্থা।
চার বছরের শিশু নাবিলা কানিজ নাবার মরদেহ উদ্ধারের খবরে কান্নায় ভেঙে পরেন তার স্বজনরা। মরদেহের বিভৎসতা দেখে হতবাক এলাকাবাসীও।
পরিবার জানায়, ৯ই জুলাই পাশের বাড়িতে যাওয়ার উদ্যেশ্যে ঘর থেকে বেড়িয়েছিল নাবা। এরপর থেকেই আর খোজ মেলেনি তার। এ ঘটনার ৫ দিন পর সোমবার বাড়ির পাশে বস্তাবন্দি কিছু একটা পরে থাকতে দেখেন চাচা কুদ্দুস মিয়া। পরে বস্তা খুলতেই হাতমুখ বাধা অবস্থায় নাবিলার মরদেহ বেড়িয়ে আসে।
এদিকে নাবিলার মরদেহ উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকাজুড়ে। এলাকাবাসীর প্রশ্ন, অবুঝ শিশুরও কি শত্রু হয়?
খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে জেএমপি সদর থানা পুলিশ। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শিশু নাবিলাকে, এমনটাই ধারণা সদর মেট্রো থানা পুলিশের।
বাবা বিদেশ থাকায় দুই কন্যা শিশুকে নিয়ে গাজীপুরের ধীরাশ্রমে বসবাস খাদিজা বেগমের। নাবিলা ছিলো তাদের প্রথম সন্তান।