স্টাফ রিপোর্টার
গণঅভ্যুত্থানের শহীদ ও গাজীপুর মহানগর যুবদলের বাসন থানা শাখার ১৮নং ওয়ার্ডের নেতা নূরে আলমের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই ) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ সাজেদুল ইসলাম এবং সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু।
স্মরণসভায় বক্তারা বলেন, শহীদ নূরে আলম গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন দিয়ে অমরত্ব লাভ করেছেন। তার আত্মত্যাগ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে শহীদ নূরে আলমের সংগ্রাম ছিল সাহস, চেতনা ও দৃঢ়তার প্রতীক।
অনুষ্ঠানে গাজীপুর মহানগর যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ড ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে শহীদ নূরে আলমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।