নির্বাচনকে সামনে রেখে ২৪নং ওয়ার্ড চতর বাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের অফিস উদ্বোধন
নির্বাচনকে সামনে রেখে ২৪নং ওয়ার্ড চতর বাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের অফিস উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড চতর বাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) উদ্বোধন অনুষ্ঠানে ২৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ২৪নংওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. আমজাদ নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান মিয়া হান্নু,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট মো. সিদ্দিকুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী তালুকদার, মো: শহিদুল্লাহ, নূরুল আমিন মাষ্টার, সবুজ পালোয়ান, কাজী মাসুদ, জুলহাজ পালোয়ান, কৃষক দলের আলমাস আলী, নূর মোহাম্মদ মোড়ল, ডা. মোজাম্মেল হক, শ্রমিক দলের মেহের আলী, গিয়াস উদ্দিন, শাহীন দর্জি, আশরাফুল খান, মো: ফারুক হোসেন, বিল্লাল পালোয়ান, আনোয়ার হোসেন, জলিল খলিফা, ছাত্রদল নেতা বোরহান উদ্দিন, নয়ন দেওয়ান, উজ্জল মাহমুদ, শামিম সরদার, রায়হান বক্স, কাওসার আহমেদ, রাকিব পালোয়ান, তারেক খান, আনোয়ারসহ ২৪নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিএনপি নেতারা এ সময় শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।