গাজীপুরে "তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা" শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
গাজীপুরে "তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা" শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবের মিলনায়তনে হেযবুত তওহীদ গাজীপুর মহানগরের আয়োজনে এ গোলটেবিল বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের গাজীপুর মহানগর শাখার সভাপতি মো. আবু রায়হান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মো. মাহবুব আলম মাহফুজ। এসময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা উপস্থিত ছিলেন।
ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, হেযবুত তওহীদ কোনো মানবরচিত রাষ্ট্রব্যবস্থাকে সমর্থন করে না। কেবল তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থাই একটি জাতির প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে পারে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে নানা ধরনের সরকার গঠিত হয়েছে—সামরিক, একনায়কতান্ত্রিক কিংবা গণতান্ত্রিক। কিন্তু জনগণের প্রত্যাশার প্রতিফলন কোনো ব্যবস্থাতেই ঘটেনি।
নারীর অধিকার প্রসঙ্গে আয়েশা সিদ্দিকা বলেন, ইসলাম নারীদের পূর্ণ অধিকার দিয়েছে। তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় যোগ্যতার ভিত্তিতে নারীরা যেকোনো পদে অধিষ্ঠিত হতে পারবেন। বৈষম্যের কোনো স্থান থাকবে না। সমাজব্যবস্থা পূর্ণরূপে গ্রহণ না করলে সঠিক ফলাফলও পাওয়া যাবে না।
গোলটেবিলে আরও মতামত দেন—৭১ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক ইকবাল হোসেন সরকার, ডিবিসি টেলিভিশনের মাহমুদা শিকদার, দৈনিক নওরোজের বার্তা সম্পাদক মনসুর হোসেন, দৈনিক নাগরিক পত্রিকার সম্পাদক এস এম সামসুল হুদা, সাপ্তাহিক পিলসুজ পত্রিকার সম্পাদক মো. আবু হানিফা,দৈনিক বাংলাদেশ সমাচারের গাজীপুর প্রতিনিধি হাসান আলী ও হেযবুত তওহীদ গাজীপুর অঞ্চলের সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।
আলোচকরা বলেন, আধুনিক বিশ্বে রাষ্ট্র পরিচালনায় তওহীদের নীতি ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা,কোরআন ও সুন্নাহ ভিত্তিক রাস্ট্র কায়েক হলে সামাজিক ন্যায়বিচার, মানবকল্যাণ ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত হবে।