জাতীয়

পূবাইল থানা পুলিশের সঙ্গে সাংবাদিকদের ইফতার পার্টি

মোঃ আল-আমিন সরকার, পূবাইল থানা প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ইফতার করেছেন পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম।ওই সময় থানার অন্যান্য পুলিশ সদস্যরাও অংশ নেন ইফতার পার্টিতে।

সোমবার ২৩ তম রমজানের রোজা শেষে পূবাইল থানা কমপ্লেক্সে এই ইফতার পার্টির আয়োজন করে পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম।
ইফতারের পূর্বে দোয়া মাহফিল পরিচালনা করে মাওলানা সাইফুল্লাহ।
আমন্ত্রিত সাংবাদিকদের মধ্যে ছিলেন পূবাইল প্রেসক্লাব সভাপতি ও গাজীপুর সিটি প্রেসক্লাবের সিনিয়র সভাপতি দৈনিক যুগান্তরের মহানগর প্রতিনিধি ও এশিয়ান টিভির গাজীপুর জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহাম্মদ আখতার হোসেন,পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি ও আমার সংবাদের পূবাইল প্রতিনিধি রবিউল আলম, সাধারণ সম্পাদক ও দৈনিক সোনালী খবরের পূবাইল প্রতিনিধি মো. আল আমিন সরকার,পূবাইল থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজী, মর্নিং পোষ্টের বিশেষ প্রতিনিধি ফয়সাল ভূঁইয়া, ঢাকা টাইমস এর টঙ্গী ও পূবাইল প্রতিনিধি মোহাম্মদ রাজীব হোসেন,দৈনিক দেশ বর্তমানের জহিরুল ইসলাম লিটন, সাংবাদিক দেলোয়ার হোসেন,মাসুদ ভূঁইয়া, আলমগীর হোসেন প্রমুখ।

ইফতার পার্টিতে শুভেচ্ছা বক্তব্যে অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বলেন এলাকার সাংবাদিকদের নিয়ে ইফতার করে মতবিনিময় করতে পেরে খুবই ভাল লাগছে।বিভিন্ন ব্যস্ততার কারণে সাংবাদিক বন্ধুদের পবিত্র রমজানে ইফতার উপলক্ষে একত্রিত হওয়া বছরের অন্য সময়ে হয়ে উঠেনা। এতে করে সাংবাদিক ও পুলিশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার হয়। একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে আইনশৃঙ্খলা উন্নতি কল্পে কাজ করবো এটাই আমার পবিত্র মাহে রমজানের প্রত্যাশা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button