невідомо

Тимчасовий текст...

Winmatch

দৈনিক

পূবাইলে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পূবাইলে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পূবাইলে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মো.আল-আমিন সরকার পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৪১নং ওয়ার্ড হাড়িবাড়িরটেক এলাকায় ঘোড়াশাল–টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পাশে একটি কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে পথচারীরা প্রথমে কালভার্টের নিচে মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি পূবাইল থানা পুলিশকে জানান।

খবর পেয়ে পূবাইল থানার একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে নিহতের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করছে পুলিশ।

পূবাইল থানার সাব ইনস্পেক্টর নাজমুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
প্রাথমিকভাবে ধারণা করছে, ঘটনাটি হত্যাকাণ্ডও হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ উদ্ধারের পর বিধি মোতাবেক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরবর্তীতে মরদেহ শনাক্তের জন্য পিবিআই ও সিআইডি গাজীপুরকে অবহিত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button