জাতীয়

গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে জিএমপি পুলিশ।

গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে জিএমপি পুলিশ।

প্রতিবেদক মোঃ হাইউল উদ্দিন খান

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের রাতভর বিশেষ চিরুনি অভিযান চালিয়েছে মহানগর পুলিশ। এতে ৫৪ জনকে আটক করা হয়েছে। সোমবার (৫ মে) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গ্রেফতারকৃতরা প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।

জানাযায় হাসনাত আবদুল্লাহর ওপর হামলার পর রোববার রাত থেকেই জিএমপির বিভিন্ন থানা পুলিশ ও ডিবি পুলিশ গাজীপুর মহানগরীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ চিরুনি অভিযান চালায়। এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে দুইজনকে আটক করে পুলিশ। তারা হলেন, গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দিপু।

গত রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। গাড়ি চালকের ভাষ্যমতে, পেছন থেকে মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে এই হামলা চালায়। হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায় এ ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন। অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button