ক্রাইম
Trending

কলাপাড়ায় নদী থেকে জেলে বধূর লাশ উদ্ধার।

কলাপাড়ায় নদী থেকে জেলে বধূর লাশ উদ্ধার।

কলাপাড়ায় নদী থেকে জেলে বধূর লাশ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক

কলাপাড়ায় নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়ার ১৬ ঘন্টা পর এক জেলে বধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৮ টার দিকে স্বজনদের সহযোগিতায় চাকামইয়া সংলগ্ন আরপাঙ্গাশিয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রওশান আরা বেগম উপজেলার চাকামইয়া ইউপির পূর্ব চাকামইয়া দ্বিত্তা আবাসনের বাসিন্দা কাছেম হাওলাদারের স্ত্রী। মৃতের নাতনী রিমা জানান, তার নানা বৃদ্ধ হওয়ায় প্রায় সময়ই নানী খাওয়ার মাছ সংগ্রহ করতে নদীতে শিকারে যেতেন।সোমবার বিকেল ৪ টায় একই ভাবে মাছ শিকারে যান রওশন আরা। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও ঘরে না ফেরায় তাকে হন্নে হয়ে খুঁজতে থাকেন পরিবার সহ স্থানীয়রা। রাতে তার সন্ধান না পেলেও সকালে নদীর তীরে জাল টান দিলে তার মরদেহ পাওয়া যায়। এসময় তার হাতে জালের দড়ি বাধা ছিল বলেও জানান রিমা। এদিকে স্থানীয় অনেক নারীদের দাবী জিন ভুতের আছরে রওশনারার মৃত্যু হয়েছে। গতকাল আমবশ্যার রাতে তাকে একা পেয়ে জিনেরা মেরে ফেলেছে। এছাড়া ওই নারীর সঙ্গে জিনের একটা সম্পর্ক ছিল এমন দাবী একাধিক স্থানীয় গৃহবধূদের। এবিষয়ে কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। জেলে বধূর মৃত্যু ঠিক কি কারণে হয়েছে তার কারণ জানা যায়নি। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

তারিখঃ২৭.০৫.২৫

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button