দৈনিক
Trending

পটুয়াখালীর পায়রাকুঞ্জে ১১ লাখ টাকার ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ১

পটুয়াখালীর পায়রাকুঞ্জে ১১ লাখ টাকার ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ১

পটুয়াখালীর পায়রাকুঞ্জে ১১ লাখ টাকার ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ১

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর পায়রাকুঞ্জ এলাকায় বিশেষ অভিযানে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ২১৫৪ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্রসহ মো. শাহিন হাওলাদার (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুন বুধবার রাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, পায়রাকুঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পটুয়াখালী সদর থানাধীন ০৩ নং ইটবাড়িয়া ইউনিয়ন, ০৭ নং ওয়ার্ড, গিলাবুনিয়া শিকদার বাড়ি (পায়রাকুঞ্জ ব্রীজ প্রজেক্ট এরিয়া) এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মো. শাহিন হাওলাদার (৩৪)। তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালিয়ে ১৫৪ পিস ইয়াবা পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক ৭৭ হাজার টাকা। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া স্বীকারোক্তির ভিত্তিতে একই দিন দুপুর ৩টায় শাহিনের বাড়িতে অভিযান চালিয়ে আরও ২০০০ পিস ইয়াবা এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে লে. কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহলে রয়েছে। এর ফলে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে মাদক পাচার রোধ এবং আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম অনেকাংশে সফল হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button