দৈনিক
Trending

কোনাবাড়ীতে জাতীয় পার্টি নেতা হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

কোনাবাড়ীতে জাতীয় পার্টি নেতা হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

‎কোনাবাড়ীতে জাতীয় পার্টি নেতা হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

‎নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার জরুন এলাকায় বিশিষ্ট সমাজ সেবক ও জাতীয় পার্টি নেতা নাসির উদ্দিন পালোয়ান হত্যা মামলায় আলোচিত পলাতক আসামি মিনহাজ শেখ কে (২৫) গ্রেফাতর করেছে যৌথবাহিনি।


‎শনিবার (২ আগস্ট) সকাল ১১ টার সময় মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত মিনহাজ শেখ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভোলারপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। সে কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ভাড়াবাসায় বসবাস করে কিশোর গ্যাং এর নেতৃত্ব দিতো বলে জানাযায়।

‎শনিবার (২ আগস্ট) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

‎নাসির উদ্দিন পালোয়ান মহানগরীর কোনাবাড়ী থানার জরুন ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ছিলেন।


‎মামলার এজহার সূত্রে জানাযায় গত ২৭ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসির উদ্দিন পালোয়ান ও তার পরিবারের ৬-৭ জন সদস্যের ওপর সশস্ত্র হামলা চালায় কিশোর গ্যাং এর সদস্যরা। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে নাসির উদ্দিন পালোয়ানকে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩৫ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

‎এঘটনায় নিহতের ছেলে মোঃ শাহ আলম পালোয়ান বাদী হয়ে কোনাবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

‎গাজীপুর মেট্রোপলটিন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button