দৈনিক

গাজীপুর-৬ আসন নিশ্চিত: পূবাইলবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান, আনন্দে মিষ্টি বিতরণ

গাজীপুর-৬ আসন নিশ্চিত: পূবাইলবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান, আনন্দে মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিনিধি
দীর্ঘদিন ধরে গাজীপুর-৬ সংসদীয় আসন নিয়ে চলা জল্পনার অবসান ঘটেছে। নির্বাচন কমিশনের শুনানিতে সকল আপত্তি খারিজ হওয়ায় এখন শুধু গেজেট প্রকাশের অপেক্ষা। এই ঘোষণার সঙ্গে সঙ্গে পূবাইলবাসী উল্লাসে মেতে উঠেছে ও আনন্দে এলাকাজুড়ে শুরু হয়েছে মিষ্টি বিতরণ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত শুনানিতে প্রস্তাবিত গাজীপুর-৬ সংসদীয় আসন বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয়রা জানান, গাজীপুর-৬ আসনকে কেন্দ্র করে একটি মহল নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছিল। তবে প্রধান নির্বাচন কমিশনারের শুনানিতে তা খারিজ করা হয়, ফলে পূবাইলকে বাদ দেওয়ার ষড়যন্ত্র ভেস্তে যায়।

পূবাইল সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, সদস্য সচিব, সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকির নেতৃত্বে আন্দোলনকারীরা শুনানিতে উপস্থিত ছিলেন। তারা জানান, পূবাইলবাসীর বহু বছরের দাবি পূরণ হয়েছে। এখন কেবল গেজেট প্রকাশের অপেক্ষা।

স্থানীয় ভোটারদেরও আনন্দে সীমা ছিল না। পূবাইল ৪১নংওয়ার্ডের বাসিন্দা রোজিনা আক্তার বলেন, আজকের দিনটি আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। এই আসন আমাদের এলাকার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা শুধু একটি রাজনৈতিক জয় নয়, বরং স্বপ্নপূরণ।
আরেক স্থানীয় ভোটার আলমগীর হোসেন বলেন, আমরা দেখেছি কতবার আমাদের দাবিকে অবহেলা করা হয়েছে। আজ যখন আসন নিশ্চিত হলো, আমরা সত্যিই গর্বিত। পূবাইলবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষণামতে, গাজীপুরের জনসংখ্যা বৃদ্ধি ও সর্বশেষ আদমশুমারির তথ্য অনুযায়ী একটি নতুন সংসদীয় আসন বৃদ্ধি করা হয়েছে। এর ফলে পূবাইল মেট্রোপলিটন থানা, টঙ্গী পূর্ব-পশ্চিম ও গাছা থানার দুটি ওয়ার্ড বাদে বাকি ওয়ার্ডগুলো নিয়ে গঠিত হয়েছে নতুন গাজীপুর-৬ আসন।

স্থানীয়রা মনে করছেন, পূবাইলকে নতুন আসনে অন্তর্ভুক্ত করা একটি ঐতিহাসিক বিজয়। এটি শুধু একটি আসন নয়, বরং বহু বছরের স্বপ্নপূরণ,উল্লেখ করেছেন তারা। এখন সকলের নজর কেবল নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের দিকে। গেজেট প্রকাশিত হলে আনুষ্ঠানিকভাবে ইতিহাসের পাতায় লেখা হবে পূবাইলবাসীর এই বিজয়।

উল্লেখ্য, ৩০ জুলাই রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সারাদেশে জনসংখ্যার ঘনত্ব অনুসারে সংসদীয় আসন বৃদ্ধি করার প্রস্তাব দেন। এর ফলে গাজীপুরে নতুন ১টি আসন বৃদ্ধি পেয়ে ৫ থেকে ৬ আসনে পরিণত হয়। এই নতুন আসনের দাবিটি ছিল পূবাইলবাসীর দীর্ঘ প্রতীক্ষিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button