

মৌলভীবাজারে আনন্দ উচ্ছাসে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি
মৌলভীবাজারে আনন্দ উচ্ছাসে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ লা সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরে বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের নেতৃত্বে বিশাল এ শোভাযাত্রাটি চৌমুহনা হয়ে এম সাইফুর সড়কের পশ্চিম বাজার গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, বকসি মিসবাহ উর রহমান, মো. ফখরুল ইসলাম, জেলা বিএন পির সাবেক সহ সভাপতি ফয়সল আহমদ, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক, জেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র সদস্য এডভোকেট সুনীল কুমার দাশ, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সদস্য স্বাগত কিশোর দাশ চৌধুরী, মুহিতুর রহমান হেলাল, আবুল কালাম বেলাল, মাহবুব ইজদানী ইমরান, মনোয়ার আহমদ রহমান, শ্যামলী সূত্রধর, জেলা বিএনপির সদস্য ও বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমশাদ আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সরওয়ার মজুমদার ইমন, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মো.মুছা মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদসহ বিভিন্ন উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে জন্ম নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিলেন। বিএনপি আজও জাতীয়তাবাদ, গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল। বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল। বলতে গেলে এশিয়ার মধ্যে একটি বৃহৎ রাজনৈতিক দল। এ দলের নেতৃত্ব দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যে কোন সময় ডাক দিলে সবাই ঝাপিয়ে পড়বেন।”
জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন বলেন, “বিএনপির ৪৭ বছরের ইতিহাস সংগ্রাম ও ত্যাগের ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এই দল গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। আজ গণতন্ত্রের মুক্তি, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে বিএনপি নেতৃত্ব দিচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি আজ ঐক্যবদ্ধ। জনগণের রায়ের মাধ্যমে আবারও গণতন্ত্র বিজয়ী হবে।”