গাজীপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ
গাজীপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ

গাজীপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ
আফনান মামুন চৌধুরী :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও গাজীপুর মহানগর বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির নির্দেশে এবং মহানগরের ২৮ নং ওয়ার্ড বারবার নির্বাচিত কাউন্সিলর , মেয়র প্রার্থী হাসান আজমল ভূইয়ার সার্বিক তত্বাবধানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার কাউলতিয়া সাংগঠনিক থানা যুবদলের আহ্বায়ক সদস্য ও ১৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ ইব্রাহীম সরকারের নেতৃত্বে শতাধিক কর্মী নিয়ে ১৯ নং ওয়ার্ড বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে দুই কিলোমিটার পায়ে বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে এ লিফলেট বিতরণ করেন।
বিতরণের পর ১৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ ইব্রাহীম সরকার বলেন, ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি জনগণের মধ্যে পৌছে দেয়া দরকার।
তাই গাজীপুর মহানগর বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির নির্দেশে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হাসান আজমল ভূইয়ার সার্বিক তত্বাবধানে
ওয়ার্ড যুবদলের কর্মীদের নিয়ে সেই দাবি জনগণের কাছে পৌছে দিচ্ছি।
ইব্রাহীম সরকার আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিম-লে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান তিনি।