গাজীপুরে বাসচাপায় নওগাঁ ডিবির ওসি নিহত তার স্ত্রী লড়ছেন মৃত্যুর সাথে
গাজীপুরে বাসচাপায় নওগাঁ ডিবির ওসি নিহত তার স্ত্রী লড়ছেন মৃত্যুর সাথে


গাজীপুরে বাসচাপায় নওগাঁ ডিবির ওসি নিহত
তার স্ত্রী লড়ছেন মৃত্যুর সাথে
স্টাফ রিপোর্টার
গাজীপুরে বাসচাপায় নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুস্তাফিজ হাসান নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী লতিফা জেসমিন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর জেলা পুলিশ লাইন্সের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ছুটিতে স্ত্রী ও ছেলের বউকে নিয়ে সিলেট সফরে গিয়েছিলেন ওসি মুস্তাফিজ। ফেরার পথে পুলিশ লাইন্সের বিপরীতে গাড়ি থামিয়ে স্বামী-স্ত্রী পুলিশ লাইনে ফ্রেস হতে গিয়েছিলেন।গাড়িতে ফেরার সময় দু’জনে রাস্তা পার হচ্ছিলেন।এসময় চৌরাস্তা থেকে আসা ‘পথের সাথী’ পরিবহনের একটি বাস (নম্বর: গাজীপুর-জ-১১-০০৫৬) তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মুস্তাফিজ মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আহত স্ত্রীকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ সদস্যরা ঘাতক বাসসহ চালক মো. সুমনকে আটক করে।
জানা যায়,বাস চালকের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার উড়ুন গ্রামে।
গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। বাস ও চালককে আটক করা হয়েছে। নিহত কর্মকর্তার মৃত্যুতে আমরা শোকাহত। আইনগত প্রক্রিয়া চলছে।