невідомо

Тимчасовий текст...

Winmatch

দৈনিক

পূবাইলে নাবালিকা শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় যুবক আটক

পূবাইলে নাবালিকা শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় যুবক আটক

পূবাইলে নাবালিকা শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় যুবক আটক

মো.আল-আমিন সরকার পূবাইল প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকা থেকে অপহরণের শিকার এক নাবালিকা শিক্ষার্থীকে টঙ্গী এলাকায় নিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের ঘটনায় অবশেষে গ্রেফতার হলো এজাহারভুক্ত প্রধান আসামি সিয়াম আল হাবিব খান(২২)। স্হানীয় ৪১নং ওয়ার্ড বসুগাঁও মধ্য পাড়া এলাকার আবুল কালামের ছেলে সিয়াম আল হাবীব এবং পূবাইল আদর্শ বিশ্ব বিদ্যালয় কলেজে পড়াশোনা করতো।ঘটনার ২৩ দিনপূর্বে নতুন বউকে ঘরে রেখে এঘটনা ঘটায় সিয়াম।উল্লেখ্য সিয়ামের এ ঘটনায় তার আপন ফুফাত ভাই তাজবীর সহযোগীতা করেছেন বলে জানান ভূক্তভোগী ও তার পরিবার।এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পূবাইল থানায় একটি মামলা দায়ের করেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মিরের বাজার ফ্লাইওভারের নিচ থেকে আসামি সিয়াম আল হাবীব খান (২২)কে গ্রেফতার করে।
থানা সূত্র জানায়, এসআই (নিঃ) মোঃ রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করে।গ্রেফতারের পর আসামিকে পূবাইল থানায় আনা হয় এবং পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়।

মামলা সুত্রে জানা যায়,  ৪ আগস্ট পূবাইলের মাজুখান এলাকা থেকে নাবালিকা শিক্ষার্থীকে অপহরণ করে টঙ্গীতে নিয়ে দীর্ঘদিন আটক রেখে ধর্ষণ করে আসামি সিয়াম। ভুক্তভোগী এক পর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের কাছে অবস্থান জানালে অভিভাবকেরা তাকে উদ্ধার করে। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করলে প্রধান আসামি সিয়ামকে গ্রেফতার করে পুলিশ। 

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button