পূবাইলে ফ্যাক্টরীর নির্মাণকাজে বাধা দেয়ার অভিযোগ
পূবাইলে ফ্যাক্টরীর নির্মাণকাজে বাধা দেয়ার অভিযোগ


পূবাইলে ফ্যাক্টরীর নির্মাণকাজে বাধা দেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি
গাজীপুর মহানগরের পূবাইল থানার ৪০ নং ওয়ার্ডের মেঘডুবি বড়বাড়ী এলাকায় লতা হারবাল বিডি কোম্পানির প্লাস্টিক ফ্যাক্টরীর নির্মাণকাজে বাধা, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় ফ্যাক্টরীর ইঞ্জিনিয়ার মোঃ ফিরোজ বাদি হয়ে পূবাইল থানায় ৭-৮ জন অজ্ঞাতনামাসহ তিনজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন।
উল্লেখিত অভিযুক্তরা হলেন-একই এলাকার নাঈম (৩২),মোঃ আব্দুল মান্নান (৬০), ও রানু বেগম (৫৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, তিন থেকে চার মাস ধরে লতা হারবাল ফ্যাক্টরীর ওই জমিতে নতুন প্লাস্টিক ফ্যাক্টরীর নির্মাণকাজ চলছিল।কাজ শুরুর প্রথম থেকেই আসামিরা নানা প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলেন।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে ফ্যাক্টরীর জমিতে প্রবেশ করে নির্মাণকাজে বাধা দেয় ও ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। খবর পেয়ে বাদী ফিরোজ ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মালিকের একটি এক্স নোয়া গাড়ি ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়।
এ সময় ক্ষতিগ্রস্ত গাড়ির ভেতরে থাকা শ্রমিকদের বেতনের ৫ লাখ ৪০ হাজার টাকা অভিযুক্ত মোঃ আব্দুল মান্নান নিয়ে যায়।প্রতিবাদ করলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে বলে- মেঘডুবি এলাকায় কিভাবে ফ্যাক্টরী নির্মাণ করা হবে তা দেখে নেব। এতে নিরাপত্তাহীনতায় ও ভয়ে মালিকপক্ষ নির্মাণকাজ বন্ধ রেখেছে।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।