জাতীয়

গাজীপুরে দস্যুতা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক
পূবাইল থানা পুলিশ কর্তৃক রাত্রীকালিন মোবাইল ৬ ডিউটি করাকালিন অভিযান পরিচালনা করিয়া দস্যূতা মামলার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত আসামী গ্রেফতার।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ।সোমবার (৩১ মার্চ ২০২৫) এসআই (নিঃ) মো: মারফত আলী সঙ্গীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় রাত্রীকালিন মোবাইল ০৬ ডিউটি করিয়া এসআই হুমায়ুন কবির সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া পূবাইল থানার মামলা নং-১৩(০৯)২৪ এর তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আসরাফ আলী (৩৮), পিতা-মৃত ছপিয়ার রহমান, মাতা-মোছা: আয়েশা বেগম, সাং-হলহলিয়া হাজীপাড়া (কুড়ার স্কুলের পশ্চিম পাশে), থানা-ডোমার, জেলা-নীলফামারী এ/পি সাং-হালান (মকবুলের বাসার ভাড়াটিয়া), থানা-দক্ষিণখান, ঢাকা মহানগর, ঢাকাকে পূবাইল থানাধীন বিন্দান বাদুরতলা এলাকা হইতে ইং-০১/০৪/২০২৫ তারিখ রাত ০৩.০০ ঘটিকায় গ্রেফতার করিয়া থানায় আসিয়া হাজির হন। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button