
হারানো বিজ্ঞপ্তি
স্মৃতিভ্রষ্ট বৃদ্ধার সনাক্তকরণ ও পরিবারের সন্ধান
গত ০২/০৪/২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টায় গাজীপুরের ইপসা, সালনা পিতি গ্রুপ ফ্যাক্টরির রাস্তার পাশে এক স্মৃতিভ্রষ্ট বৃদ্ধা মহিলাকে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা মোঃ হারুন মিয়া তাকে সালনা হাইওয়ে থানায় স্থানান্তর করেন। পরবর্তীতে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহিলার পরিচয় সংক্রান্ত তথ্য:
নাম: আমেনা (বয়স প্রায় ৬৫ বছর)
স্বামীর নাম: অজানা (প্রাথমিক জিজ্ঞাসাবাদে “জানি না” বলেছেন, তবে একবার “মিনহাজ” নাম উল্লেখ করেছেন)
ছেলের নাম: আনোয়ার ইঞ্জিনিয়ার (সম্ভাব্য ডাকনাম বা পেশা)
অন্যান্য তথ্য: স্মৃতিশক্তি দুর্বল, স্পষ্টভাবে উত্তর দিতে অসুবিধা হচ্ছে।
মহিলাটির শারীরিক অবস্থা: সাধারণ (কোনো জরুরি চিকিৎসাগত সমস্যা দেখা যায়নি)।
অনুরোধক্রমে:
যিনি আমেনা বা আনোয়ার ইঞ্জিনিয়ারকে চেনেন বা তাদের পরিবারের সন্ধান দিতে পারেন, তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা 01320-070532 তে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
নোট: মহিলাটির নিরাপত্তা ও দ্রুত পরিবারের সাথে মিলনের জন্য সর্বাত্মক সহযোগিতা কাম্য।
বি:দ্র: বিজ্ঞপ্তিটি স্থানীয় সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়া ও কমিউনিটি নেটওয়ার্কে শেয়ার করার অনুরোধ রইল।